সংবাদ একলব্য,  দিনহাটাঃ  ছেলেধরা সন্দেহে গনধোলাই পুটিমারি চেকপোস্ট এলাকায়। দিনহাটা জুড়ে ছেলেধরা  আতংকিত সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে পুটিমারি চেকপোস্ট সংলগ্ন এলাকায়। গণধোলাইয়ের পর পুলিশ তাকে  নিয়ে যায়, এখন  সে হাসপাতালে চিকিৎসাধীন।