Sangbad Ekalavya:
শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার রাতে। ৭৫ বছর বয়সী সিপিআই (এম) এর এই প্রবীণ নেতার  রক্তচাপও বেশ কমের দিকেই। বেসরকারি ওই হাসপাতালের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বুদ্ধদেব ভট্টাচার্যকে রাত ৮ টার কিছু পরে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থা বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। আমরা তড়িঘড়ি ওঁর চিকিৎসার বন্দোবস্ত করেছি। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।”
“আজ বিকেলেই শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় তাঁর এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তচাপও বেশ উদ্বেগজনকভাবেই হ্রাস পেয়েছে। আমরা প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করছি,” বলেন ওই কর্মকর্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে বুদ্ধদেবের স্বাস্থ্য বিষয়ে কথাও বলেন।