Sangbad Ekalavya: 
চন্দ্রযান ২ মিশনের বিষয়ে মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র নিন্দা জানাল বিজেপি! শুক্রবার বিজেপি জানিয়েছে, ভারত যখন উদযাপন করছে এবং মমতা রাজনীতি করছেন। তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বলেছিলেন যে, চন্দ্রাভিযানের পুরো বিষয়টিকেই এত তোল্লাই দেওয়া হচ্ছে, এর কারণই হ'ল কেন্দ্রীয় সরকার ‘অর্থনৈতিক বিপর্যয়' থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার প্রয়াস করছেন। এখানেই শেষ নয়, মমতা আরও বলেন, মোদি সরকারের আগে এমন কাজ হয়নি বলে দেখানোর চেষ্টা করছে বিজেপি! মমতাকে পালটা আক্রমণ করে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অর্থনৈতিক বিপর্যয়ের কথা বলছেন তবে আসল ব্যাপার হল ওঁর চিন্তা প্রক্রিয়াতেই বিপর্যয় দেখা দিয়েছে। 
“মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটি আসলে তাঁর হতাশাকেই ফুটিয়ে তুলছে। সারা ভারত যখন উদযাপন করছে মমতা গুমরে মরছেন! চন্দ্রাভিযানে কেন রাজনীতিকে টেনে আনা হবে! কোনও তো কারণ নেই,” তিনি বলেন।
সম্বিত পাত্র আরও বলেন, ভারতকে, ভারতীয় বিজ্ঞানীদের এবং ব্যবস্থাপকদের অভিনন্দন জানানোর পরিবর্তে মমতা ভারতের এই প্রয়াস নিয়ে ‘উপহাস' করাটাকেই শ্রেয় মনে করেছেন। এই চন্দ্রাভিযানের মাধ্যমে ভারতবর্ষ বিশ্বের এক বৃহত্তর অঙ্গনে যাত্রা শুরু করেছে এবং চাঁদের মাটিতে পা রাখতে চলা চতুর্থ দেশ হয়ে ওঠার খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে বলেই জানান সম্বিত।

(সংবাদ একলব্য এই  সংবাদ সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)