অনুপম মোদক,  8সেপ্টেম্বর, কোচবিহার :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে কোচবিহার জেলা শিশু কিশোর বিজ্ঞান উৎসব আয়োজনে কিশোর বাহিনী।এই শিশু কিশোর বিজ্ঞান উৎসব চলবে ৭ই সেপ্টেম্বর ও ৮ই সেপ্টেম্বর ।স্থান মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়।উপস্থিত ছিলেন রাজ্যের সংগঠক শুভাশিস দে ও জেলার প্রত্যেকটি শাখার সংগঠক।প্রত্যেক শাখার ভাইবোনেরাও ছিল।অনুষ্ঠানগুলি হলো বিজ্ঞানের মডেল প্রদর্শন, স্বাস্থ্য পুষ্টি বিষয়ক আলোচনা,বিক্ষন,জাদু ও তার ব্যাখ্যা,"সবকা দেশ হামারা দেশ",বন্ধুত্ব মূলক রাত্রিযাপন ও বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা।জেলার মুখ্য সংগঠক শৌভিক  ভৌমিক বলেন"আমাদের মূল উদ্দেশ্য হলো শিশু কিশোরদের বিজ্ঞান চেতনার প্রসার ঘটানো"