Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্যাসাগরের ২০০তম জন্মজয়ন্তী পালন করলো সোনাপুর নেস্ট চিলড্রেন স্কুল



আজ ২৬ সেপ্টেম্বর , বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্মজয়ন্তী পালন করলো সোনাপুর নেস্ট চিলড্রেন স্কুল।বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রবীণ অভিভাবিকা মীনা রায়। বিদ্যাসাগর কে শ্রদ্ধা নিবেন করে বক্তব্য রাখেন শিক্ষক ও চিত্রশিল্পী শ্রী কিশোর রায়। তিনি বলেন- এক ভয়ঙ্কর সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল ,লোভ লালসা, স্বার্থপরতা, নীতিহীনতা গোটা সমাজকে অক্টোপাসের মত আকড়ে ধরেছে, এই সমাজকে পরিবর্তন করতে দরকার উন্নত চিন্তা, তাই বিদ্যাসাগরের মত মহৎ ব্যক্তিদের স্মরণ করার মাধ্যেমে মানুষের বিবেক বুদ্ধিকে পুনরায় জাগরণের একটা চেষ্টা চলছে, শুধু আনুষ্ঠানিকতা নয়, বিদ্যাসাগরের হৃদয়ের ব্যাথা অনুভব করাই আজকের সমাজের মূল উদ্দেশ্য হওয়া উচিৎ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - শ্রী মৃণাল রায়, শ্রীমতি দীপিকা রায় প্রমূখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি হেমলতা বর্মণ জানান- ছোটোদের মাঝে বিদ্যাসাগরের আদর্শকে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code