আজ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস অফিসে সাতটি বিধানসভার ওয়ার্কিং কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন ও তৃণমূল কংগ্রেসের কার্যকারী ও যুব সভাপতি মাননীয় পার্থ প্রতিম রায়, জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া।
দিনহাটা ৭ নং বিধানসভা কেন্দ্রের কমিটি একনজরে দেখে নিন-
উদয়ন গুহকে চেয়ারম্যান করে অতুল সরকার এবং মীর হুমায়ুন কবিরকে ডেপুটি কনভেনার ও বিষ্ণু কুমার সরকার, বিশ্বনাথ দে আমিন, অসীম কুমার নন্দী কে কনভেনারের দায়িত্ব দেওয়া হয়।
এই নতুন কমিটিতে যারা সদস্য হিসাবে রয়েছেন-
নিখিল রায়, কুমার প্রশান্ত নারায়ন, মুক্তি রায়, জগত বর্মন, সাইফুল আলি মিয়া, খগেশ্বর বর্মন, রমনি ঘোষ, শিবেন বর্মন, সন্তোষ কুমার ইশোর, আলতাব মিয়া, ডিম্পাল রায়, দীপক ভট্টাচার্য, পূর্ন বর্মন,আবদুল রেজ্জাক সরকার, সুধীর বর্মন, অপর্না দে নন্দী, মির ইকবাল কবির, আবদুল ছাত্তার, সুশান্ত বর্মন, আবুতাহের শেখ, চন্দ্র শেখর রায়, ভবেন বর্মন, মোজাফির রহমান, আজিজর রহমান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊