সংবাদ একলব্য, ২৪ সেপ্টেম্বর: ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে বড়ো রকমের ছাড়ের সিদ্ধান্ত নিলো কেন্দ্র। শিল্পকে উৎসাহ দিতে গত সপ্তাহে কর্পোরেট ট্যাক্স কম করার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নীর্মলা সীতারমন। এবার ব্যক্তিগত আয়করের ক্ষেত্রেও পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার গঠিত একটি টাস্ক ফোর্স গত আগস্টে আয়কর ছাড়ের সুপারিশ করে একটি খসড়া জমা করে। ওই সুপারিশে বলা হয়েছে ব্যক্তিগত ৫-১০ লাখ আয়ের ক্ষেত্রে কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে। বাৎসরিক ২০ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে কর ৩০ শতাংশ থেকে কমানোর সুপারিশ করা হয়েছে। বাৎসরিক ব্যক্তিগত ২ কোটির বেশী আয়ের ক্ষেত্রে ৩৫ শতাংশ করের প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর এই টাস্ক ফোর্সের সুপারিশ অনুসারেই নতুন আয়করের কথা ঘোষণা হতে পারে।