সংবাদ একলব্য, ২০ আগস্টঃ ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষথেকে জারি করা এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, হরিয়ানার মধ্যভাগে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘন্টা উত্তর ভারত জুড়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রের খবর, হরিয়ানার মধ্যবর্তী অংশে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে আগামী ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব ও হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবহাওয়া বিভাগের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সংলগ্ন এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে যার জেরে আগামী ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এবিষয়ে আবহাওয়া বিভাগ থেকে সতর্কতা জারি করা হয়েছে।