সংবাদ একলব্য ২০অগাস্টঃ তোমারি আশ্রয়ে আমারি আশ্রয় মা। বাঁশের বাসরে হেরি তোমারই মহিমা' ৷ এ বার কলকাতা সহঅন্যান্য পুজো প্যান্ডেলগুলিতে ঠাকুর দেখতে বেরিয়ে শোনা যাবে
রাণাঘাটের সেই ভাইরাল শিল্পী রানু মণ্ডলের গাওয়া এই নতুন গান ৷ আশা করা হচ্ছে গত কয়েক বছর যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান কলকাতা জুড়ে শোনা গিয়েছিল ৷ এ বছর তেমনভাবেই জনপ্রিয়তা পাবে রানু মণ্ডলের আগমণী গান ৷ তবে রানু মণ্ডলের এই গানকে বলা হচ্ছে ‘উমা সঙ্গীত’৷
স্টেশনে গান গাইতে গাইতে গাইতে ঘুরে বেড়ানো সেই রানুই আজ রবিবার কলকাতায় এসে গান রেকর্ড করে ফেলেছেন ৷ আজ, রবিবার বাগুইআটির অর্জুনপুরের 'আমরা সবাই ক্লাব' তাদের পুজোর থিং সং গাওয়াল 'লতাকন্ঠি' রানুকে দিয়ে। গানটি লিখেছেন প্রীতম দে। আর সুরকার যিনি, সেই বিজয় শীল রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ফুটপাথে গিটার বাজিয়ে গান করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊