নিজস্ব প্রতিনিধি, ২৪ আগষ্টঃ অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ নিয়ে গত ২১ তারিখ সকাল থেকেই বিভিন্ন বিভাগের পাঠরত ছাত্র-ছাত্রী ও গবেষক ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান । সেই বিক্ষোভ আজও অব্যাহত। ছবি এঁকে জানানো হচ্ছে প্রতিবাদ।
বিশ্ববিদ্যালয়ে গতকয়েক দিন থেকেই ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের ফলে সমস্ত ক্লাস পুরোপুরিই বন্ধ । ছাত্র-ছাত্রীরা প্রশাসনিক ভবন সহ বিভিন্ন অফিস গুলিতেও তালা ঝুলিয়ে দেয়। পরে অবশ্য উপাচার্য ড.সুবীরেশ ভট্টাচার্য পড়ুয়াদের সঙ্গে কথা বলেন । তিনি জানান বিশ্ববিদ্যালয়ের এবিষয়ে কিছুই করার নেই , এভাবে আন্দোলন করে কোন লাভ নেই । বরং এবিষয়ে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে পড়ুয়াদের জানিয়েছেন ।
কিন্তু তা সত্ত্বেও ছাত্র-ছাত্রীরা তাদের আন্দোলন চালিয়ে যান । পড়ুয়ারা আরও জানান যতদিন পর্যন্ত না রাজ্য সরকার অতিথি শিক্ষকদের স্থায়ী করণ নীতির সিদ্ধান্ত বাতিল করেছেন ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন ।



0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊