সংবাদ একলব্য, ১৩ আগস্টঃ  সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের কোচবিহার জেলা কমিটি  জেলা সমাহর্তার কাছে স্মারকলিপি প্রদান করলেন আজ। একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- সামাজিক নিরীক্ষা বিভাগের গ্রামীন সম্পদ কর্মী ২০১৫ সালে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হওয়ার পর গ্রামপঞ্চায়েতের বিভিন্ন কাজে সারা বছরে মাত্র ১৫ দিনের ক্ষেত্র পরিদর্শনের কাজ পায়। সম্প্রতি ডেঙ্গু প্রতিরোধে যে কর্মসূচি নেওয়া হয়েছে জেলা জুড়ে সেখানে মাত্র ১৫০ টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই সামান্য বেতনে জীবনধারণ সঙ্কটজনক পরিস্থিতিতে। অথচ লোকসভা নির্বাচনের আগে মাননীয়া মুখ্যমন্ত্রী VRP দের 'সিস্টেমের' মধ্যে আনার প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ জানান। আজ ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেন জেলা সমাহর্তার কাছে।