সংবাদ একলব্য,১৩ আগস্টঃ মহাভারতে আছে, একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পঞ্চপান্ডবের স্ত্রী দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তাঁর অনাত্মীয়া হলেও, তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে, পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তাঁর বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এই ভাবেই রাখী বন্ধনের প্রচলন হয়।
আগামী ১৫ তারিখ রাখী উৎসবে মেতে উঠবে দেশ। কোথাও মোদীর ছবি দিয়ে রাখী বানানো হচ্ছে তো কোথাও মূখ্যমন্ত্রীর ছবি দিয়ে। আর এই নিয়ে চলছে লড়াই। কার রাখী বেশী বিক্রি হলও। অথচ আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা এক অভিনব রাখীর প্রচলন করতে যাচ্ছে এবার। একটি সাপ ও সাপের কামড়ের ঔষধ AVS এর ছবি দিয়ে তৈরী হচ্ছে এই রাখী। সেখানে লেখা 'সাপ বাঁচুক ও মানুষ বাঁচুক'। আর রাখীটির নাম দেওয়া হয়েছে সাপ রাখী। সংস্থার কর্ণধার কোউশিক দে জানান- 'মানুষকে সচেতন করতে এই রাখী পরানো হবে। সাপ যে মানুষের শত্রু নয় এই বার্তাই এই রাখীর মাধ্যমে পৌঁছে দিতে চাই মানুষের মাঝে।" 
আজ যখন আমাদের সংবাদ মাধ্যম আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থায় পৌছায় তখন সেখানে 'সাপ রাখী' বানাতে ব্যস্ত  সন্তু দে,মেঘনা বোস,রোহিত করেরা।  প্রত্যেকের কথাতেও এক উন্মাদনা লক্ষ্য করা যায় এই 'সাপ রাখী' নিয়ে।'