আরিফ হোসেন, কোচবিহার, ১৩আগস্টঃ জেলা জুড়ে চলছে সন্ত্রাস। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরতলির বিভিন্ন এলাকাতেও একের পর এক ঘটনা নজরে আসছে। প্রত্যেকটি ঘটনায় কে দোষী কোন দল দোষী তা নিয়েই চলে ঠেলাঠেলি। জেলাজুড়ে বিভিন্ন সময় আক্রান্ত হয়েছে সাধারন মানুষ থেকে নেতা ও কর্মীরাও। ভারতীয় জনতা পার্টির ডাকে জেলাজুড়ে কর্মীদের উপর তৃণমূলের নৃশংস সন্ত্রাস, পুলিশ প্রশাসনের পক্ষপাতমূলক আচরনের প্রতিবাদে ও তৃণমূলী হার্মাদদের অবিলম্বে গ্রেফতার করে কোচবিহারে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে পথে নামল বিজেপি। এদিন কোচবিহার জেলা বিজেপির নেতৃত্বে এস পি অফিস অভিযান কর্মসূচী যোগ দেন বহু মানুষ। অভিযানে যোগদানকারী কিছু মানুষের কাছে জানা যায়, অনবরত অশান্তি চলছেই তারপরেও প্রশাসন এর হেলদোল খুব কম। কখনো কখনো বিনা অপরাধে প্রহার চলছে বিজেপি কর্মীদের উপর তা রুখতে এসপি অফিসে আন্দোলনে যাচ্ছেন তারা। এরপরেও, যদি সমাধান না হয়ে তবে এর থেকেও বৃহত্তর আন্দোলন হতে পারে জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊