উত্তরের গুণী সুজন জয়ন্ত চক্রবর্তী 
শুভাশিস দাশ 


রসায়নের রসে সিক্ত জয়ন্ত চক্রবর্তীর কবিতা না পড়লে বোঝা যাবেনা তিনি কতটা কাব্যিক । একদম বিপরীত মুখী দুই সত্বা নিয়ে এগিয়ে চলেছেন দিনহাটা উচ্চ বিদ্যালয়ের রসায়ন এর শিক্ষক জয়ন্ত চক্রবর্তী । রায়গঞ্জ পৈতৃক বাড়ি হলেও শিক্ষকতা নিয়ে দিনহাটায় এসে তিনি দিনহাটা কে ভালবেসে ফেলেছেন । তাঁর কথায় কিছু লিখতাম আগে থেকেই কিনতু দিনহাটার সাহিত্য সংস্কৃতির যে পরিমণ্ডল তা আমাকে আপ্লুত করেছে এবং এখানে নিয়মিত চর্চা করছি । 
রসায়ন এর শিক্ষকতা করলেও তিনি আদ্যোপান্ত একজন বলিষ্ট কবি এই সময়ের ।  শুধু তাই নয় স্কুলের কর্মের সময়ের পর নানা ভাবে তিনি সমাজ সেবার সাথেও যুক্ত ।  তাঁর ফেসবুক স্ট্যাটাস এ আছে ' মানুষ মানুষের জন্য ' সত্যিই তিনি অন্যের বিপদে যে পাশে দাঁড়ান তা দিনহাটার মানুষ দেখেছে অনেকবার । 
তিনি ভালো ছবিও তোলেন । ছবি তোলার একটা নেশা তাঁকে প্রতি মুহুর্তে তাড়া করে বেড়ায় ।  জয়ন্ত চক্রবর্তীর কবিতা ছড়িয়ে পড়ুক বঙ্গের আনাচে কানাচে এই প্রত্যাশা আমাদেরও ।