ওয়েবডেস্কঃ Truecaller অ্যাপ 2017 তে শুরু করছিল  Truecaller সংস্থা। এখন এটাতে দেখা গিয়েছে বিরাট রকমের সমস‍্যা। এই সমস‍্যার মুখে কি আপনিও ?
Truecaller  গ্রাহকদের অনুমতি ছাড়াই ব‍্যাক্তিগত ব‍্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট সার্ভিসে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। ফলে ক্ষুদ্ধ গ্রাহকরা। তারা বলছে কেন আমাদের অনুমতি ছাড়াই ব‍্যাংক অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাচ্ছে।
 Truecaller সংস্থা তাদের ভুল স্বীকার করেছে। তারা বলেছে খুব শীঘ্রই এই সমস‍্যার সমাধান হবে। আর আমরা নতুন আপডেটের ম‍্যাসেজ পাঠানো আপাতত বন্ধ করে দিয়েছি। এই নতুন আপডেটেই এই বিপত্তি। যারা যারা আপডেট করেছিল তারাই এই অসুবিধার সম্মুখীন হয়েছিল। Truecaller সংস্থা  তদের নতুন আপডেট প্লে স্টোর থেকে রিমূভ করে দিয়েছে। যারা অসুবিধায় পড়েছিল তাদের নতুন আপডেট পাঠানোর ব্যবস্থা করছে। তারা জানিয়েছে খুব কম সংখ্যক গ্রাহক এই অসুবিধার সম্মুখীন হয়েছে।