নিজস্ব প্রতিনিধি, ৫ অগাস্ট ২০১৯ঃ গতকাল ৪ঠা অগাস্ট ছিল বিশ্ব বন্ধু দিবস। চারিদিকে সকলে যখন বন্ধু দিবস পালন করছে আর সোশাল মিডিয়াতে তোর জোর পাল্লা চালাচ্ছে কে কতটা বন্ধুত্ব দেখাতে পারে। তখনগোসানীর ছেলে- উজ্জ্বল এই দিনটিকেই বেছে নিয়ে বৃক্ষরোপণ করে । তাকে বন্ধু দিবসের কথা জিজ্ঞাসা করা হলে উত্তরে সে বলে কয়েকটা গাছ লাগাতে খুব বেশি সময় হয়তো লাগবে না আর বন্ধু দিবসের জন্য সম্পূর্ণ দিনটিই পরে রয়েছে তাই আমি এই বন্ধু দিবসের দিনটিতেই বৃক্ষরোপণ করছি আর একদিন হয়তো এই গাছ গুলোই আমাদের বন্ধু দিবসের সাক্ষী হিসেবে দাড়িয়ে থাকবে। আর সে অনুরোধ জানায় প্রত্যেকেই যদি কিছু কিছু করে গাছ লাগায় সেটা যেই দিনই হোকনা কেন তাহলে বর্তমানে পৃথিবীর যে শোচনীয় অবস্থা রয়েছে তার থেকে আমরা হয়তো কিছুটা রক্ষা পেতে পারি।