সংবাদ একলব্য, দিনহাটা, ১৬ আগস্টঃ ছাত্রদের "সেমিস্টার ফি কমানোর "  দাবী না মেনে সেমিস্টারে ভর্তি নির্দেশিকা দেওয়ায় SFI নেতৃত্বে দিনহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও  অবস্থান বিক্ষোভ শুরু করে আজ। অথচ কলেজ কতৃপক্ষ কোন কথা বলেননি ছাত্রদের সাথে। কলেজ ছুটি হওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাড়ি চলে যান। এমনকি কলেজের লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। 
বিস্তারিত শুনুন ভিডিওতে-