নিজস্ব সংবাদ দাতা, শিতলকুচি, ১৬ আগস্টঃ   ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষায় ৬৮৩ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকারী শীতলকুচি হাই স্কুলের ছাত্র শাহনওয়াজ আলমকে আজ স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহনওয়াজের মা সাবানা বানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালন সমিতির সদস্য আব্দুল মান্নান মিঞা মহাশয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন পাশ্ববর্তী প্রণব শিশুতীর্থের শিক্ষক তরুণ চক্রবর্তী ও সারদা শিশুতীর্থের শিক্ষক গিরেন্দ্রনাথ বর্মন মহাশয়।
অনুষ্ঠানে শাহনওয়াজের মাস্টারমশাই তরুণ চক্রবর্তীর ভাষণে উঠে আসে তার প্রাথমিক বিদ্যালয় জীবনের কিছু স্মৃতিকথা। এরপর শীতলকুচি হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্যামল মিশ্র মহাশয় ও বিদ্যালয়ের অন্যান্ন শিক্ষক-শিক্ষিকাদের ভাষণে উঠে আসে শাহনওয়াজের উচ্চ-বিদ্যালয় জীবনের কিছু স্মরণীয় মুহূর্তের কথা। সেই সঙ্গে তার লেখাপড়ার প্রতি একান্ত নিষ্ঠার কথা। অনুষ্ঠানে শ্যামল মিশ্র মহাশয় বলেন যে, শাহনওয়াজের সাফল্য শুধু শীতলকুচি হাই স্কুলের সাফল্য নয়, গোটা শীতলকুচির সাফল্য।
                  অনুষ্ঠানে শাহনওয়াজ তার অষ্টম স্থান অধিকার করার খুশির মুহূর্ত গুলি সকলের সামনে শেয়ার করে। সেই সঙ্গে ডাক্তার হয়ে সমাজ সেবার ইচ্ছা প্রকাশ করে।