আনারুল ইসলাম প্রামাণিক, চ্যাংরাবান্ধাঃ নতুন অঞ্চল কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শুকটাবাড়ি অঞ্চলে। ইতিমধ্যেই গোটা উত্তরবঙ্গ জুড়ে নতুন কমিটি গঠনের কাজ চলছে তাঁরই অংশ হিসেবে এদিন শুকটাবাড়ি অঞ্চলে ও একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য আলি মোস্তাফা ও কোচবিহার এক নং ব্লক কনভেনার আবু সালেম আজাদ প্রমুখ। খুব শীঘ্রই অঞ্চল কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। মূলত সমগ্র মূলনিবাসী নস্যশেখ সম্প্রদায়ের NRC -র সুনিশ্চিত সুরক্ষার স্বার্থে সাংবিধানিক রক্ষা কবচ (OI) ORIGINAL INHABITANT এর অধিকার আদায়ের স্বার্থে দীর্ঘদিনের তাদের এই আন্দোলন। কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম নবী আজাদ বলেন, নস্যশেখ জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত প্রায় ৩০-৩৫ টি সম্প্রদায়। তথ্য ও নথির ভিত্তিতে সকলেই নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না। অধিকাংশ ভূমি পুত্র সচেতনতা ছিল না। সমগ্র নস্যশেখ সম্প্রদায় কে ( OI) প্রদান করতে হবে। যেইরুপ আসাম রাজ্যের কোচ, রাজবংশী, মবিয়া, গোর্খা নেপালি ইত্যাদি জনগোষ্ঠীকে সুরক্ষিত নাগরিকত্বের স্বার্থে (OI) দেওয়া হয়েছে।
তাঁরা জানান- নস্যশেখ ও রাজবংশী জনগোষ্ঠীর ইতিহাস ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস সবকিছুই এক শুধুমাত্র ধর্মীয় উপাসনা পদ্ধতি ভিন্ন। আমরা চাই NRC তে নস্যশেখ সম্প্রদায়ের- ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি, নামের পদবী ইত্যাদি বিচার বিশ্লেষন করে (OI) প্রদান করতে হবে। পাশাপাশি এদিন ঘোকসাডাঙা অঞ্চলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊