Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজই বিজেপিতে যোগদিতে পারে শোভনদেব চট্টোপাধ্যায়

সংবাদ একলব্য, ১৪ অগাস্টঃ গত কাল বিধানসভায় সমস্ত রকম পদ থেকে ইস্তফা দেন কলকাতার প্রাক্তন মেয়ের তথা একসময়ের তৃণমূলের দাপুটে নেতা শোভনদেব চট্টোপাধ্যায় l রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ শোভন বাবুর যোগদানের সবুজ সংকেত দেওয়ায় আজই বিজেপি তে যোগ দিতে পারেন শোভন বাবু l অনেক দিন ধরেই শোভন বাবু বিধান সভায় অনুপস্থিত থাকায় বিধানসভার স্পিকার তাকে চিঠি পাঠান, এই চিঠির উত্তরে কাল তিনি সরকারের সমস্ত পদ থেকে ইস্থফা দেন l গত লোকসভা ভোটে শোভন বাবু কে কোনো প্রচারে দেখা যায় নি l অনেক বার রাজ্যের তৃণমূল কংগ্রেসর থেকে তার সাথে আলোচনা করলেও শোভন বাবু কে দলে ফেরাতে পারেনি l শেষ পর্যন্ত তৃণমূলের প্রধান সচিব পার্থ চট্টোপাধ্যায় ড্যামেজ কন্ট্রোলে নামলেও বার্থ হন l অবশেষে শোভন বাবু বিজেপি তে যোগ দেবেন কিনা তা আজই বোঝা যাবে l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code