Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওকড়াবাড়ীতে স্বামীর হাতে খুন হওয়া স্ত্রীর শেষকৃত‍্য সম্পন্ন হল

আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ১৪ আগস্টঃ পারিবারিক অশান্তির জেরে ঈদের দিন স্বামীর হাতে খুন হয়ে যাওয়া স্ত্রীর শেষকৃত‍্য সম্পন্ন হল গতকাল রাতে। যদিও সোমবার পোস্ট মর্টাম করে লাশ বাড়িতে পৌছে যায়। কিন্তু তার ভাইরা বাইরে থাকে ফলে তারা ফেরার পরেই দাফন করা হল তাকে। মঙ্গলবার সন্ধ‍্যা ৭টা নাগাদ দাফন করা হয়। মৃতার বাবার বাড়ি দীঘলটারী গ্রামেই দাফন করা হল তাকে। সূত্রের খবর, এ পর্যন্ত অভিযুক্ত স্বামী মাসুদ বিন জালাল এর কোনো খোঁজ মেলেনি। পরিস্থিতির কথা মাথায় রেখেই দুই বাড়িতেই মোতায়েন রয়েছে পুলিশ। এই নৃশংস হত‍্যার পিছনে বিভিন্ন মহলের বিভিন্ন মত। এখনো থমথমে ওকড়াবাড়ীর পরিবেশ। জানা গেছে, ঈদের দিনেই এরকম শোক সংবাদের জেরে ঈদের খুশিটুকুও মানাতে পারলো না পার্শ্ববর্তী এলাকার মানুষ। ইসলাম ধর্মের এই বড় উৎসবে শোকস্তব্ধ স্থানীয় মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code