নিউজ ডেস্কঃ দেশের অর্থনীতিতে বড় ধস। জিডিপির গ্রোথ এক লহমায় কমে দাঁড়াল পাঁচ শতাংশে, যা পাঁচ বছরে সর্বনিম্ন। শুক্রবার অর্থমন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্টে এই পরিসংখ্যান উঠে এসেছে। জানা গিয়েছে, ২০১৯-২০২০ আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে বিশাল ধাক্কা খেল জিডিপি। এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়ে জিডিপির গ্রোথ রেট হয়েছে ৫.৮ শতাংশ থেকে ৫ শতাংশে।
জিডিপির এই পতন পাঁচ বছরের মধ্যে সবথেকে কম। ২০১৮-১৯-এর শেষ কোয়ার্টারে যেখানে অর্থনীতি ছিল ৩৫.৮৮ লক্ষ কোটি, ২০১৯-২০২০ আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে তা দাঁড়িয়েছে ৩৪.১৪ লক্ষ কোটিতে। এই প্রবৃদ্ধির হার মাত্র ৫ শতাংশ। গত আর্থিক বছরের শেষে এই হার ছিল ৫.৮ শতাংশ।
প্রথম মোদী সরকারের শেষ ও দ্বিতীয় মোদী সরকারের শুরুতেই যে ঝটকা এসেছে ভারতীয় অর্থনীতিতে, তা কাটিয়ে তোলাই এখন একমাত্র চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিগত বছরে অর্থাৎ ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে এই আর্থিক বৃদ্ধির হার ছিল অনেকটাই ভালো ৬.৮ শতাংশ। আর শেষ কোয়ার্টারে তা দাঁড়ায় ৫.৮ শতাংশ।
[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ।]
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊