Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ থুবড়ে পড়ল মোদী সরকারের অর্থনীতি

নিউজ ডেস্কঃ দেশের অর্থনীতিতে বড় ধস। জিডিপির গ্রোথ এক লহমায় কমে দাঁড়াল পাঁচ শতাংশে, যা পাঁচ বছরে সর্বনিম্ন। শুক্রবার অর্থমন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্টে এই পরিসংখ্যান উঠে এসেছে। জানা গিয়েছে, ২০১৯-২০২০ আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে বিশাল ধাক্কা খেল জিডিপি। এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়ে জিডিপির গ্রোথ রেট হয়েছে ৫.৮ শতাংশ থেকে ৫ শতাংশে।
জিডিপির এই পতন পাঁচ বছরের মধ্যে সবথেকে কম। ২০১৮-১৯-এর শেষ কোয়ার্টারে যেখানে অর্থনীতি ছিল ৩৫.৮৮ লক্ষ কোটি, ২০১৯-২০২০ আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে তা দাঁড়িয়েছে ৩৪.১৪ লক্ষ কোটিতে। এই প্রবৃদ্ধির হার মাত্র ৫ শতাংশ। গত আর্থিক বছরের শেষে এই হার ছিল ৫.৮ শতাংশ।
প্রথম মোদী সরকারের শেষ ও দ্বিতীয় মোদী সরকারের শুরুতেই যে ঝটকা এসেছে ভারতীয় অর্থনীতিতে, তা কাটিয়ে তোলাই এখন একমাত্র চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিগত বছরে অর্থাৎ ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে এই আর্থিক বৃদ্ধির হার ছিল অনেকটাই ভালো ৬.৮ শতাংশ। আর শেষ কোয়ার্টারে তা দাঁড়ায় ৫.৮ শতাংশ।




[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code