অসীম কর্মকার, শিলিগুড়ি,১৭ আগস্টঃ শিলিগুড়ি কলেজে সংস্কৃত সপ্তাহের ৩য় দিবসে অনুষ্ঠিত হল বিশ্ব সংস্কৃত ভাষা দিবস। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ সুজিত ঘোষ। সংস্কৃত বিভাগীয় প্রধান অধ্যাপিকা মাননীয় মন্দিরা ঘোষ মঙ্গল গীত এর মধ্য দিয়ে পরবর্তী অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যান। সংস্কৃত বিভাগের ছাত্র ছাত্রীদের শ্লোক উচ্চারণ, নাটকীয় দূরবাণীসম্ভাষণম্, নৃত্য ও গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে। সংস্কৃত ভাষার উপযোগীতা ও প্রাসঙ্গিকতা সম্বন্ধে বক্তব্য রাখে ওমি সুলাঙ্কি ও অন্বেষা দাস। প্রসঙ্গতঃ ১৯৬৯ সালে প্রথম ভারতীয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রলায় সংস্কৃত ভাষা প্রসারের জন্য নির্দেশ দিয়েছিলেন। শ্রাবণ পূর্ণিমা তিথিটিতে " বিশ্ব সংস্কৃত দিবস"হিসেবে পালন করা হয়। কারণ বৈদিক যুগে ঐ দিনটিতে বৈদিক ঋষিরা শিষ্যদের অধ্যাপনা শুরু করতেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊