সংবাদ একলব্য, ১৭ আগস্টঃ আজ বিকাল ৪ টায় দ্বিতীয় খন্ড মর্নেয়া বিবেকানন্দ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠে মর্নেয়া সমবায় কৃষি উন্নয়ণ সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ও কৃতি সম্বর্ধনা অনুষ্ঠিত হল । বাসন্তীরহাট ১ নং এবং বুড়িরহাট ২ নং অঞ্চলের প্রতিটি বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়।
সম্পাদক অশ্বিনী কুমার সরকার জানান- বাের্ড অফ ডাইরেকটস্ নির্বাচন,অর্ধবার্ষিক, বার্ষিক, বিশেষ সাধারণ সভার কার্য বিবরণী অনুমােদন,বার্ষিক রিপাের্ট বিবেচনা (২০১৮-২০১৯)অডিট রিপাের্ট, অডিটের প্রতিপালন রিপাের্ট এবং ৯১ ধারা বর্ণিত নিরীক্ষিত হিসাব বিবৃতি বিবেচনা, বাৎসরিক বাজেট অনুমােদন (২০১৯ - ২০২০) সহ প্রায় ১৮ টি বিষয়ে আজকের সাধারণ সভা, সেই সাথে অত্র এলাকার বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের বই ও আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে।

বিস্তারিত শুন ভিডিওতে-