সংবাদ একলব্য, ২০ আগস্টঃ  ভারতবর্ষের ষষ্ঠ প্রধান মন্ত্রী শ্রী রাজীব গান্ধীর জন্ম দিবস উপলক্ষে প্রতি বছর ২০শে আগষ্ট সদ্‌ভাবনা দিবস পালন করা হয়। এই দিনটি রাজীব গান্ধী অক্ষয় ঊর্জা দিবস ও সমসতা দিবস হিসাবেও পালিত হয়। রাজীব গান্ধী ভারতবর্ষকে উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। যেটা তার সামাজিক ও অর্থনৈতিক কর্মযজ্ঞ দেখলেই বোঝা যায়। এই দিনটিতে ভারতবাসী শপথ নেয় যে-
"আমি বিধিসম্মত ভাবে শপথ গ্রহন করিতেছি যে আমি জাতি, সম্প্রদায়, ক্ষেত্র, ধর্ম অথবা ভাষা ভেদাভেদ না করিয়া সমগ্র ভারতবাসীর আবেগময় ভাবনার জন্য কার্য করিব। আমি আরও শপথ করিতেছি যে কোনরকম হিংসা ব্যাতিত মৌখিক ও সাংবিধানিক মাধ্যমের দ্বারা আমাদের মধ্যেকার সমস্ত রকমের ভেদাভেদ দুরীভূত করিব।"
প্রতি বছর এই দিনটি বিভিন্ন র‍্যালি, প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যায় পালন করা হয়। এই দিনে রাজীব গান্ধী জাতীয় সদ্‌ভাবনা পুরস্কারও প্রদান করা হয়।
আজ বুড়িরহাট রামকৃষ্ণ সঙ্ঘের পরিচালনায় বৃক্ষ রোপন কর্মসূচি ও স্বচ্ছ ভারত অভিযানের মধ্যদিয়ে সদ্‌ভাবনা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িরহাট অঞ্চলের বুথ সভাপতি হরকান্ত শীল ও নিখিল রায় সরকার। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি পার্থ শর্মা, সম্পাদক মিঠুন শর্মা এবং অন্যান্য ক্লাব সদস্য ও সাধারণ মানুষ।