সংবাদ একলব্য, ২০ আগস্টঃ আজ থেকে ছয় বছর আগে ২০১৩- র ২০শে অগাস্ট পুনেতে প্রাতঃভ্রমণে বেরিয়ে আততায়ীদের গুলিতে খুন হয়েছিলেন ডা.নরেন্দ্র দাভোলকর l  তাঁর অপরাধ তিনি ছিলেন যুক্তিবাদী l সমাজের কু-সংস্কারের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রনী সৈনিক l 
তাই আজ আলিপুরদুয়ার  শহীদ বাদল নগর স্কুলে বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষথেকে কুসংস্কার সমন্ধে ছাএ-ছাএীদের সচেতন করা হয়। সাথে সাপ সমন্ধে মানুষের মনে কুসংস্কার দুর করতে আলোচনা করা হয়। অন্ধ কুসস্কার থেকে ছাত্রছাত্রীদের মুক্ত করতে ও তাদের বিজ্ঞান মনস্ক করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানিয়েছেন সম্পাদক কৌশিক দে। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সন্তু দে,রোহিত কর,সুমি মিএ,মেঘনা বোস প্রমূখ।