সংবাদ একলব্য, ১৮ আগস্ট: এশীয় ও কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া শুক্রবার দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কারে মনোনীত হয়েছেন।
ভারতের রেসলিং ফেডারেশন পুনিয়া ও ভিনেশ ফোগত এর নাম পাঠিয়েছিল বলে জানা যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী মুকুন্দকাম শর্মার নেতৃত্বাধীন বাছাই কমিটি পুনিয়ার নাম নির্বাচিত করেছেন।
একটি সূত্র মারফত জানানো হয়েছে "বজরঙ্গ খেলরত্ন পুরষ্কারের জন্য মনোনীত হয়েছে। তাঁর নাম সর্বসম্মতভাবে পছন্দ ছিল।"
গত বছর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও ভারোত্তলক মীরাবাঈ চানুকে খেলরত্ন পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়েছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊