Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা নিষিদ্ধপল্লীর শিশুদের মুখে খাবার তুলে দিল দিনহাটার ৭ যুবক

সংবাদ একলব্য, দিনহাটা, ১৮ আগস্ট : গতকাল দুপুর ২টা নাগাদ দিনহাটা নিষিদ্ধপল্লীর দুঃস্থ গরীব বাচ্চাদের মুখে খাবার তুলে দিল দিনহাটার একদল যুবক। যুবক রাহুলদেব বর্মন জানান- 'অনেকদিন ধরেই এই পদক্ষেপ নেবার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এর জন্য সেটা সম্ভব হয় নি। আজ আমরা ৭জন বন্ধু মিলে প্রায় ৪০ টি বাচ্চার মুখে খাবার তুলে দিয়েছি। ভবিষ্যতে আরও বেশি বাচ্চার মুখে খাবার পৌঁছে দেবার চেষ্টা করবো।'
আজকের এই কাজে হাত বাড়িয়েছে শুভদীপ মজুমদার,পল্লব ভট্টাচার্য, সঞ্জু সাহা, লোকেশ সরকার, শুভময় কার্জী ,রাহুল দেব বর্মন,প্রীতম সাহা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code