Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে চার কবির কাব্যগ্রন্থ প্রকাশ ও কবির মরণোত্তর দেহদানের অঙ্গীকার

অন্বেষিকা দাস, কোচবিহারঃ  সাহিত্যসভায় সম্প্রতি প্রকাশিত হল কবি পাপড়ি গুহ নিয়োগীর 'ফিরতে চাই ডাকনামে', কবি সুবীর সরকারের 'লোকসংগীত শুনি',কবি দীপায়ন পাঠকের 'মরফিন', এবং নীলাদ্রি দেবের 'এবং নাব্যতা' কাব্যগ্রন্থ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি উত্তম দত্ত সুদীপ্ত মাজি দেবাশীষ মল্লিক দেবজ্যোতি রায় শৌভিক রায় সন্তোষ সিনহা সহ আরো অনেকে।এই বইগুলির প্রকাশ ছাড়াও ছিল আলোচনা ও কবিতা পাঠ। এই শুভ সন্ধ্যায় বাংলা ভাষার কবি সুবীর সরকার কোচবিহার ব্লাড ডোনার্স অর্গানাইজেশন এর মাধ্যমে মরণোত্তর দেহ দানের অঙ্গীকারবদ্ধ হন। তিনি জানিয়েছেন মৃত্যুর পর যেন তার দেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে।তিনি এই অঙ্গীকারবদ্ধ হয়ে খুব খুশি হয়েছেন।কোচবিহার পর্বের উন্মোচনে পাঠক লেখক কবি সমাবেশে একটি সুন্দর সন্ধ্যা উপহার পেল কোচবিহারের কবিতাপ্রেমীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code