মধুসূদন রায়, ময়নাগুড়ি, ২৭ অগাস্ট : ধুপগুড়ির অনন্ত ও লিপিকার পর আজ ময়নাগুড়ি ব্লকের জোড়পাকরি বাজারের সংলগ্ন এলাকা উওর পদমতিতে ফের ধর্নায় বসলো  এক যুবক 'জয় শর্মা'।জানা যায় বিগত ২ বৎসর ধরে প্রেম চলছিল জয় শর্মা ও তার  পাশের বাড়ির মেয়ে পূর্নিমা শর্মার সঙ্গে।  জয় শর্মা জানান- "পূর্নিমা শর্মার বাড়ির লোকেরা পূর্নিমার বিয়ে অন্য কোথাও ঠিক করে। পূর্নিমা পরিবারের চাপে পড়ে অন্য কোথাও বিয়ে করতে রাজি হতে বাধ্য হয়। যার ফলে আমি  ধর্নায় বসতে বাধ্য হই ।" আগামী ২৪ ঘন্টার মধ্যে পূর্নিমাকে আমার সাথে বিয়ে না দিলে আমি আত্মহত্যা করবো বলেও জানান জয় শর্মা।
জয়ের দাবী - আমার ভালোবাসার দাম দাও, আমি আমার পূর্নিমাকে চাই, আমার মূল্যবান ২ বৎসর ফিরিয়ে দাও।