সংবাদ একলব্য, নাজিরহাট, ১৭ আগস্টঃ বিধায়ক উদয়ন গুহ এবং প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের নেতৃত্বে বিজেপিতে যোগদেওয়া পঞ্চায়েতদের পুনরায় দলে ফিরিয়ে এনে নাজিরহাটে মিছিল করবার সময় একাধিক দোকান এবং আশ্রম ভাঙ্গার অভিযোগ উঠলো বিধায়কের বিরুদ্ধে। আশ্রমিক বৃদ্ধা নিরোবালা অধিকারিকেও মারা হয় বলে অভিযোগ উঠেছে। মেইন রোডের পাশে মা স্টুডিও নামের একটি দোকানে গুলিও চালানো হয় বলে অভিযোগ। অথচ ঢিল ছোড়া দূরত্বে রয়েছে নাজিরহাট পুলিশ ফাঁড়ি। স্থানীয় মানুষরা পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে। 
বিরাট পুলিশ বাহিনি এবং র‍্যাফ ঘটনাস্থলে পৌঁছে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।  নাজিরহাট সংলগ্ন খট্টিমারি, মর্নেয়া, শিকারপুর প্রভৃতি এলাকা ভীষণ উত্তপ্ত বলে জানা গেছে। 

বিস্তারিত ভিডিও নিয়ে আসছি-