বিশ্বজিৎ বর্মন,লাঙ্গুলিয়া,১৬ আগস্টঃ গতকাল দিনহাটা 2নং ব্লকের প্রথম খন্ড লাঙ্গুলিয়ায় একটি সমাজসেবী সংগঠন " বিদ্যাসাগর কোচিং সেন্টারে"র পক্ষ থেকে পালন করা হয় 73 তম স্বাধীনতা দিবস । সকাল 8টায় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছাত্র ছাত্রী ও শিক্ষকেরা সারিবদ্ধ ভাবে দাড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন । উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক শ্রী দীপক পাল, বিশ্বজিৎ বর্মন, অনুপম মোদক,নিটন রায়, স্বপন বর্মন, অমিত কুণ্ডু, টিটু দেবনাথ, অসীম বর্মন,সৌরভ সাহা ও আরও অনেকে। জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোচিং সেন্টারের বিশিষ্ট শিক্ষক মহোদয়গণ । বিশিষ্ট সমাজসেবী শ্রী দীপক পাল মহাশয় বলেন- 'আমরা 72 বছর আগেই বৃটিশ সরকারের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু এটা ভুললে হবে না স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য জাতিধর্ম নির্বিশেষে সমাজের সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এলাকার জনসাধারণ ও ছাএ ছাত্রীদের শিক্ষার পাশপাশি তিনি সমাজের কল্যাণকর দিকগুলিকেও সুনজরে দেখার অনুরোধ জানান। বক্তব্য শেষে কোচিং সেন্টারে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊