Latest News

6/recent/ticker-posts

Ad Code

উন্মোচিত হল দুই তরুণের কবিতার বই কোচবিহারে


অন্বেষিকা দাস,কোচবিহারঃ  গতকাল ১৫ ই আগষ্ট ২০১৯ দিনটিকে বিশেষায়িত করার লক্ষ্যে সন্ধ্যা ছটায় কোচবিহারে কবি সুবীর সরকারের আড্ডাঘরে আনুষ্ঠানিক ভাবে ঘরোয়া পরিবেশে উদ্বোধন হল দুই তরুণের কবিতার বই।  আলিপুরদুয়ার সংলগ্ন তরুণ কবি তাপস দাসের   দ্বিতীয় কাব্যগ্রন্থ "ভাতের কস্টিউম " উদ্বোধন করেন তরুণ কবি নীলাদ্রি দেব ও দেবশ্রী রায়। 
শীতলকুচি সংলগ্নতরুণ কবি নবনীতা ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ " সাঁকো ভাঙার শব্দ" বইটি উদ্বোধন করেন কবি জ্যোতি পোদ্দার ও পাপড়ি গুহ নিয়োগি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুবীর সরকার, পাপড়ি গুহ নিয়োগি,  নীলাদ্রি দেব,  দেবশ্রী রায়,  দীপায়ন পাঠক,  বাংলাদেশের বিশিষ্ট কবি জ্যোতি পোদ্দার সহ কোচবিহারের তরুণেরা।  একটি জমজমাট সাহিত্য আড্ডায় জমে উঠেছিল ১৫ আগষ্টের সন্ধ্যা। তরুণ কবি তাপস দাস জানিয়েছেন  উত্তরের লোকগান দিয়ে সমাপ্তি হয়েছিল অনুষ্ঠানের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code