বিশ্বজিৎ বর্মন, ২৪শে আগষ্টঃ দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষনা অনুযায়ী স্পষ্ট, রাজনীতিতে অবিরত জয়ী কেন্দ্র সরকার অর্থনীতিতে যথেষ্ট তলানিতে এসে ঠেকেছে। ভারতের অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটের মধ্যে দিয়ে এগোচ্ছে ।দেশের অর্থনৈতিক মন্দা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে বিগত 70 বছরেও এরকম পরিস্থিতি আসেনি বলে মন্তব্য করেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার ।অর্থনৈতিক মন্দা এতটাই তীব্রতর হচ্ছে যে ক্ষুদ্র থেকে বৃহৎ শিল্প গুলিতে দেশ জুড়ে কর্মসংস্থানের সংকট পরিস্থিতির সৃষ্টি হচ্ছে । বিভিন্ন কোম্পানি গুলি কর্মী ছাঁটাই শুরু করে দিয়েছে।" পার্লে জি"কোম্পানি জানিয়েছে তারা দশ হাজার কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছেন ।
হিরো,মারুতি,টাটা, হোন্ডা প্রভৃতি কোম্পানি গুলির গাড়ী বিক্রি ক্রমশ কমছে।দেশের এই করুণ অবস্থার কথা এতদিন সরকার স্বীকার করেনি।কখনো রিজার্ভ ব্যাঙ্ক কখনো নীতি আয়োগ সরাসরি জানিয়ে দিচ্ছে দেশের অর্থনৈতিক মন্দার কথা ।যার ফলস্বরুপ অর্থমন্ত্রী সীতারামন তরিঘরি করে অসংখ্য নতুন ঘোষনা করে ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা করছেন ।তিনি ঘোষনা করেছেন ব্যাঙ্ক ও অন্যান্য অর্থনৈতিক সংস্থা গুলিকে 70 হাজার কোটি টাকা বরাদ্দ করে অবিলম্বে দেওয়া হবে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন দেশের অভ্যন্তরীণ চাহিদার মার্কেট তলানিতে এসে গেছে , এই মন্দা দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে ।


0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊