সংবাদ একলব্য,১৭আগস্টঃ  দেশের 18 লক্ষ পরিক্ষার্থীকে পেছনে ফেলে নাসায় যাচ্ছে পুরুলিয়ার ক্লাস নাইনের ছাত্রী অভিনন্দা ঘোষ । আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াডে এখন সেরার সেরা অভিনন্দা । এই দেশ থেকে মাএ দুইজন পরীক্ষার্থী সুযোগ পেয়েছে নাসাতে প্রশিক্ষণের জন্য ।তার মধ্যে একজন হল আমাদের বাংলার পুরুলিয়ার মেয়ে অভিনন্দা । আর কয়েক মাসের মধ্যেই অভিনন্দা নাসাতে গিয়ে প্রশিক্ষণ নেবে । স্বভাবতই তার বাবা, মা,সমস্ত পুরুলিয়াবাসী থেকে শুরু করে সমস্ত দেশের মানুষ তার এই সাফল্যের জন্য অত্যন্ত গর্বিত ।   মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা পরিবার৷ অভিনন্দা মা জানিয়েছেন, ছোট থেকেই মেধাবী পড়ুয়া অভিনন্দা৷ এই সাফল্যের জন্য তাঁদের খুব বেশি পরিশ্রম করতে হয়নি৷ মেয়ে নিজে থেকেই তার অধ্যবসায় চালিয়ে গিয়েছে৷ তবে, এই সাফল্য পেতে কম পরিশ্রম করতে হয়নি অভিনন্দাকে৷ অপকট জানিয়েছে, ‘‘আমার প্রস্তুতি শুরু হয়েছিল ক্লাস চতুর্থ শ্রেণি থেকেই৷ অষ্টম শ্রেণিতে ওঠার পর মেনে সাফল্য৷’’ আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে তৃতীয় হয়ে আগামী কয়েক দিনের মধ্যেই নাসায় চলে যাবে অভিনন্দা৷ সেখানে মাস তিনেক নেবেন প্রশিক্ষণ৷