হিমাদ্রি শেখর হাওয়ালদার,দিল্লিঃ  গতকাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  সমিতি DUTA - এর ভোট পর্ব শেষ হয়েছে| আজ ভোর রাতের দিকে ফলাফল  ঘোষিত হয়েছে| প্রতিবারের মতো এবারেও  প্রেসিডেন্ট রাজীব রায় পুন:নির্বাচিত হয়েছেন | এই নিয়ে বাম দল DTF পঞ্চমবার  ক্ষমতায় এলো| বিরোধী  দল NDTF-এর প্রেসিডেন্ট এ.কে. ভাগি  269 ভোটের ব্যবধানে হেরে যান|আগামী দু'বছর বিজয়ী দল বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন  করবেন বলে জানিয়েছেন   DUTA -এর বর্তমান প্রেসিডেন্ট | শিক্ষক, ছাত্র ও অন্য কর্মীদের সাথে সর্বদা পাশে থাকেন বলেই DUTA বারবার ক্ষমতায় আসছেন বলে নেতৃত্বরা জানান| এই দলের নেতৃত্বরা,কর্মীরা,শিক্ষক ও ছাত্ররা বিভিন্ন বিষয়ে  ভিন্ন ভিন্ন ভাবে আন্দলন করে এসেছেন এতদিন, ফলস্বরূপ সফলতা পেয়েছে DUTA |