সংবাদ একলব্য,২৬ আগস্টঃ গতকাল দুপুরে নয়ারহাট এলাকার স্থানীয় বাসিন্দা অবিনাশ সেন তার নিজের চাষের জমিতে চাষ করার সময় একটি মূর্তি মাটির ভেতর থেকে উঠে আসে। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় এলাকার বাসিন্দারা ভীর জমাতে শুরু করেন। খবর পেয়ে ছুটে যান নয়ারহাটের ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক লামা। মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন। আজ কোচবিহার পুলিশ তাদের ফেসবুক পেজে ঘটনাটি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে এটি ধাতব মূর্তি। তবে মূর্তিটি কতটা প্রাচীন, সে বিষয়ে জানতে Archaeological Survey of India বিভাগের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন কোচবিহার পুলিশ।
উত্তরবঙ্গের বিশিষ্ট প্রাবন্ধিক শ্রী দেবব্রত চাকী জানিয়েছেন- "পুরাতত্ত্ব সর্বেক্ষণ দপ্তরের উচিত বিষয়টির প্রতি গুরুত্ব সহকারে নজর দেওয়া। এর সূত্র ধরে আরও অনেক কিছু পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বহু পূর্বে নয়ারহাটে মাটির নীচ থেকে মুদ্রা পাওয়ার উল্লেখ রয়েছে।" প্রসঙ্গত তিনি জানিয়েছেন- এটি চৈতন্যদেবের মূর্তি হতে পারে।
উত্তরবঙ্গের বিশিষ্ট প্রাবন্ধিক শ্রী দেবব্রত চাকী জানিয়েছেন- "পুরাতত্ত্ব সর্বেক্ষণ দপ্তরের উচিত বিষয়টির প্রতি গুরুত্ব সহকারে নজর দেওয়া। এর সূত্র ধরে আরও অনেক কিছু পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বহু পূর্বে নয়ারহাটে মাটির নীচ থেকে মুদ্রা পাওয়ার উল্লেখ রয়েছে।" প্রসঙ্গত তিনি জানিয়েছেন- এটি চৈতন্যদেবের মূর্তি হতে পারে।
(ছবি কোচবিহার পুলিশের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊