Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঝংকার-পাপিয়া মণ্ডল

ঝংকার
পাপিয়া মণ্ডল



অন্যের চাহিদার তালে তাল মেলাতে গিয়ে,
আমার বেহাগ হয়েছে বেসুরো।
ইমন, বসন্ত, পূরবী মাঝে মাঝেই বিদ্রোহ করে...
"সবার কথা অনেক তো ভাবা হলো!
অনেক তো করলে সবার জন্য,
সুখী করতে কি পেরেছো কাউকে ?"


মনের এস্রাজে বিষাদের ঝংকার ওঠে।
একাকী নির্ঘুম রাতে শুরু হয় দোলাচল।
বিছানায় ধড়মড় উঠে বসে ভাবি...
"ওরা তো আমার আপনার জন!
ওদের সুখেই তো সুখ আমার।
তবে পুরোপুরিভাবে সুখী করতে পারি না কেনো?"


একদিন...
নবপ্রভাতের নবরবিকিরণের আলতো স্পর্শ,
চোখে যেন সোনার কাঠি ছুঁইয়ে দিলো।
দূর থেকে ভেসে আসা রাখালিয়া বাঁশির সুর,
গুনগুনিয়ে বললো...
"পৃথিবীতে তুমিই তোমার একান্ত আপন!
তাই অন্যকে সুখী করবার কথা না ভেবে,
সবার আগে নিজেকে ভালোবাসো। "



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code