সংবাদ একলব্যঃ হীরক এন্টারপ্রাইজের সহযোগিতায় সংবাদ একলব্য একটি গদ্য প্রতিযোগিতার আয়োজন করেছে। বর্তমান ডিজিটাল ইন্ডিয়ায় স্বাধীনতা কি কোথাও ক্ষুন্ন হচ্ছে? নাকি স্বাধীনতা বেশি করে গ্রহন করতে পারছেন? কি মনে হয় আপনার? ১০০ শব্দের মধ্যে লিখে পাঠান আমাদের- আর জিতে নিন পুরষ্কার। 

বিষয়ঃ ডিজিটাল ভারত ও স্বাধীনতা

নিয়মাবলীঃ
১। ১০০ শব্দের মধ্যে বাংলায় লিখে পাঠাতে হবে। ওয়ার্ড ফাইলে।
২। লেখা হতে হবে মৌলিক। (মৌলিক লেখা না হলে লেখা বাতিল করা হবে)
৩। লেখা পাঠাতে হবে ১২ তারিখ রাত ১২ টার মধ্যে। তারপর কোন লেখা গ্রহন করা হবে না।
৪। লেখা পাঠাতে পারেন ইমেইল করে- sangbadekalavya@gmail.com
    অথবা whatsapp করতে পারেন- 9832417028 নাম্বারে।
৫। লেখা পাঠানোর সময় লেখার সাথে আপনার ঠিকানা, রঙিন ছবি এবং ভোডাফোনের নাম্বার থাকা বাধ্যতামূলক।
৬। প্রতিটি লেখা আপনার নাম-ছবি সহ প্রকাশিত হবে সংবাদ একলব্য নিউজ পোর্টালে।
৭। প্রত্যেক অংশগ্রহণকারীকে একলব্য প্রকাশনীর পক্ষ থেকে ডিজিটাল শংসাপত্র দেওয়া হবে।
৮। প্রথম তিনজনকে হীরক এন্টারপ্রাইজের পক্ষথেকে দেওয়া হবে আকর্ষনীয় পুরষ্কার।
৯। সংবাদ  একলব্যের সাংবাদিক বন্ধুরা এতে অংশগ্রহন করতে পারবেন না।
১০। প্রতিযোগীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।