রোমান্টিক
বিদুষী পাল


ভালোবাসা আর ধোঁয়াশায় ভরা পৃথিবীতে,

এক মুঠো অমৃতময় বিষের মতো তুমি আমার জীবনে এসেছিলে,

উথ্থান-পতনের প্রতিটা আলিঙ্গনে তোমাকে ছুঁয়েছিলাম আমি।

ভালোবাসাময় স্পর্শ চুঁইয়ে পড়েছিল ক্রমশ আমাদের শারীরিক আত্মমর্যাদায়,

অমৃত হলেও বিষের প্রভাব ছড়িয়েছিল আলোর বেগেরও কম সময়ে;

আলোর ছটাতে বিষময় দানারাও উজ্জ্বল নক্ষত্র লেগেছিল।

সেই জোৎস্না কাটতেই তোমার-আমার ভালোবাসা অন্য রূপ পেলো,

বিষাক্ত ভালোবাসার বিষাক্ত পোকামাকড়েরা চারদিকে ছড়িয়ে আকাশে উড়ন্ত পিপীলিকা হয়ে গেলো।

সেই আলোর ছটার চারিদিকে ঘিরে,
এক ধোঁয়াশাময় রিং-এ আবর্তময় হৃদয়স্পর্শী অঙ্কিত আলোর মোহ জ্বলন্ত ভালোবাসার চিহ্ন দেখালো।