সংবাদ একলব্য, ১৯ আগস্টঃ পার্শ্বশিক্ষকদের পর এবার আংশিক সময়ের অধ্যাপকদের পেটাল পুলিশ৷ সুবোধ মল্লিক স্কোয়ার সমকাজে সমবেতনের দাবি জানিয়ে অনশন কর্মসূচি শুরু করার আগেই বিশাল পুলিশ বাহিনী অধ্যাপকদের কর্মসূচি বাতিল করে দেয় বলে অভিযোগ৷ এমনকি ছত্রভঙ্গ করবার জন্য লাঠি চালানোরও অভিযোগ ওঠে৷ কয়েকজন অধ্যাপককে গ্রেপ্তারও করা হয়। 
আংশিক সময়ের অধ্যাপকদের সংগঠনের সভাপতি শ্রীদাম ঘোষ ও রাজ‍্য সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ‘‘আংশিক সময়ের অধ্যাপকদের সমকাজে সমবেতন, ৬৫ বছর বয়স পর্যন্ত কাজের অধিকার সহ অন্যান্য দাবিতে CUTAB-এর নেতৃত্বে আজ সুবোধ মল্লিক স্কোয়ারে আংশিক সময়ের অধ‍্যাপকদের আমরণ অনশন কর্মসূচিতে পুলিশ অত‍্যাচার করেছে ৷ সকাল থেকেই অধ‍্যাপকদের অনশন কর্মসূচিতে পুলিশ বাধা দেয় ৷ জোর খাটিয়ে পুলিশ অনশনকারীদের সুবোধ মল্লিক স্কোয়ার থেকে উৎখাত করে দেয় ৷ এ এক আজব রাজ‍্য৷ এই সরকার কাজ করিয়ে নিয়ে ন্যায‍্য বেতন দেবে না, পথে নেমে দাবি আদায়ের গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিচ্ছে৷ বাধ‍্য হয়ে অধ‍্যাপকরা ওয়েলিংটন মোড় স্তব্ধ করে দিলে পুলিশ দলে দলে অধ‍্যাপকদের গ্রেপ্তার করে৷ এমনকী পুলিশের বিশাল বাহিনী সংগঠনের রাজ্য অফিসে বসে থাকা অসুস্থ অধ্যাপকদেরও গ্রেপ্তার করে৷’’ সংগঠনের আরও অভিযোগ, ‘‘লালবাজার সেন্ট্রাল লকআপে অধ‍্যাপকরা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন৷ ইতিমধ্যে লালবাজারে পুলিশ লক আপে এক জন অধ্যাপিকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ কাল গোটা রাজ‍্যে কালা দিবসের ডাক দেওয়া হয়েছে৷ সারা রাজ্যজুড়ে কলেজে কলেজে কাল ক্লাস বয়কট চলবে।’’