সংবাদ একলব্য, ১৯ আগস্টঃ  কোচবিহার জেলার পুন্ডীবাড়ি  থানার অন্তর্গত একটি সবুজ স্নিগ্ধ গ্রাম খোল্টা । বানেশ্বর রেলষ্টেশন থেকে অল্প দূরে এই গ্রামে পৌছলে আপনার নজরে আসবে সবুজ রুমালে মোড়া প্রকৃতির এক অনাবীল সৌন্দর্য। আর এই সৌন্দর্যের  মূল উৎস "খোল্টা ইকো পার্ক" । ২০০৪ এ তৎকালীন মন্ত্রী মাননীয় অনন্ত রায় মহাশয়ের প্রচেষ্টায় এই পার্কের কাজ শুরু হয় এবং ২০০৬ সাল নাগাদ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই  পার্ক। টয়  ট্রেন,  পাখি, হরিণ প্রভৃতি সমারোহ মানুষের মনে  বিনোদন জোগাত। কিন্তু আজ এই পার্কের অবস্থা হতাশা জনক।
বিস্তারিত দেখুন ভিডিওতে-