বিজ্ঞাপনঃ শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। সেই শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের জন্য জন্য কাজ করে চলেছে 'KIDZEE'। Kidzeeএশিয়ার মধ্যে নম্বর ওয়ান preschool । এই PRE SCHOOL এ খেলার মধ্যে দিয়ে শিক্ষাকে আনন্দঘন করে তুলেছে তাদের শিক্ষার্থীদের কাছে। এখানে খেলাচ্ছলে শিশুদের যেমন বুদ্ধি বৃত্তিও জ্ঞানীয় দক্ষতার বিকাশ ঘটে , তেমনি আনন্দের সঙ্গে পড়াশোনাকে গ্রহণ করতে উৎসাহ দেয় kidzee।
'শিক্ষাকে আমরা বহন করিতেছি,বাহন করিতে পারিতেছি না'। শিশুরা যাতে শিক্ষাকে বহন নয়,বাহন করতে পারে -- এই দিকটিকেই গুরুত্ব দেয় Kidzee। আর তাই 'Dinhata edukidz ' গাঁটছড়া বেঁধেছে ZEE এর KIDZEE- র সংগে। সারাদেশে ২০০০ -এর ও বেশী kidzee থাকলেও দিনহাটা শহরে এই প্রথম ।পুটিমারী উচ্চ বিদ্যালয়ের বিপরীতে দিনহাটা-কোচবিহার রাস্তার পাশে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এই preschool। নভেম্বরে এর উদ্বোধন ও ক্লাস শুরু হবে।(যদিও admission অক্টোবর থেকে শুরু হবে বলে জানা গেছে।)
E-MAIL: kidzeedinhata@gmail.com.
Contact No_8514891990/8116020687.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊