Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার থেকে শ্বশুর-শাশুড়ির যত্ন নিলেই মিলবে পুরস্কার!




সংবাদ একলব্য,২৭অগাস্ট: শাশুড়ি-বউমার সম্পর্ক কেমন? বাড়িতে নতুন বউ আসার পর থেকে এই উত্তরের খোঁজেই বেশিরভাগ সময় কাটে প্রতিবেশীদের৷ সম্পর্ক ভাল হবে না, সেটাই যেন ভবিতব্য বলে ভেবে নেন কেউ কেউ৷ দু’জনের সম্পর্ক ভাল হলেও তা প্রতিবেশীদের বিশ্বাস করানো বড় কঠিন৷  এবার শাশুড়ি-বউমার রণংদেহী সম্পর্কের ইতি টানতে আসরে নামল পঞ্চায়েত৷  সম্পর্ক ভাল হলেই মিলবে পুরস্কারও। হরিয়ানার হিসার জেলার হানসি মহকুমার জগ্গা বররা গ্রাম। এখানে বাস করেন অন্তত ৩০০০ মানুষ৷ গ্রামের পঞ্চায়েত নারীশক্তির উপরেই জোর দেয়। তাই এই পঞ্চায়েতে মহিলা সদস্যের সংখ্যাই বেশি। তাঁদের দায়িত্বও যথেষ্ট বেশি। শহরের কাছাকাছি হওয়ায় সাইনি ও গুজ্জর সম্প্রদায়ের মানুষজন বসবাসকারী এই গ্রামে শিক্ষার হারও মন্দ নয়। হরিয়ানার প্রাক্তন সেচ ও শক্তি মন্ত্রী অতর সিং সাইনি এই গ্রামেরই বাসিন্দা। তাঁর দাদু জগ্গামল সাইনির নাম অনুসারেই গ্রামের নামকরণ করা হয়েছিল। এই গ্রামেই এবার পঞ্চায়েতের তরফে নজর দেওয়া হয়েছে গৃহশান্তিতে। শাশুড়ি-বউমার দ্বন্দ্ব দূর করতে বদ্ধপরিকর পঞ্চায়েত সদস্য়রা। তাঁদের দাবি, দু’জনের খারাপ সম্পর্ক সুখী সংসারে ভীষণভাবে কুপ্রভাব ফেলে। প্রজন্মের পর প্রজন্ম যাতে খারাপ সম্পর্কের ধারা বজায় না রাখে তাই শাশুড়ি-বউমার সম্পর্কের উন্নতিই এখন লক্ষ্য পঞ্চায়েতের।কিন্তু মুখে সম্পর্কের উন্নতি করার কথা বলে যে কোনও লাভ নেই তা পঞ্চায়েত সদস্যরা ভালই বুঝতে পেরেছেন। তাই পঞ্চায়েতের তরফে ভাল বউমাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পুরস্কার জেতার শর্ত একটাই, শ্বশুর-শাশুড়ির যত্ন নিতে হবে। যে বউমা যত ভাল যত্ন নেবেন প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকবেন তিনিই। ভাল বউমার সার্টিফিকেট দেওয়ার আগে পঞ্চায়েতের তরফে ওই মহিলার শ্বশুর-শাশুড়ির সঙ্গে কথা বলা হয়। এছাড়া তাদের প্রতিবেশীদের সঙ্গে কথা বলেও খতিয়ে দেখা হবে আদতে তিনিই ‘ভাল’ বউমা কি না। উত্তর সদর্থক হলে প্রতি বছর ১৫ আগস্ট ‘ভাল’ বউমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে ৫ হাজার ১০০ টাকা। তবে পুরুষরা কীভাবে তাঁদের বাবা-মাকে ভাল রাখবেন, তার কোনও নিদান দেয়নি পঞ্চায়েত।






[সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, এটি নিউজফিড থেকে প্রাপ্ত এবং ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত ও প্রতীকি।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code