Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেমিস্টার ফী কমানোর দাবিতে সাধারন ছাত্রছাত্রীদের মানব বন্ধন দিনহাটায়

সংবাদ একলব্য, দিনহাটা, ১৯ আগস্টঃ  আজ দিনহাটা কলেজে সেমিস্টার ফী কমানোর দাবিতে সাধারন ছাত্রছাত্রীদের  মানব বন্ধন করা হয়  দুপুর ১.০০ থেকে ১ঃ১৫ পর্যন্ত। 
ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা কলেজ ইউনিট , দিনহাটা কলেজের সেমিস্টার ফিস কমানো, কলেজের ক্লাসের বিজ্ঞান ভিত্তিক মাদার রুটিন সেল অবিলম্বে তৈরী করে নিয়ম মাফিক ক্লাস করার দাবি সহ ছাত্র ছাত্রী দের বিভিন্ন দাবি নিয়ে বিগত দিনে কলেজ কর্তৃপক্ষ কে বারংবার ডেপুটেশন দিয়েছি এমনকি  অবস্থানে বসেছিল। 
আজ দিনহাটা মহাবিদ্যালয়ের সমস্ত সাধারণ ছাত্র-ছাত্রী মিলিত ভাবে এই মানব বন্ধনে অংশগ্রহণ করে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code