দীপ রায়, নদীয়া,৩০ আগস্টঃ তামাকজাত দ্রব্য বর্জনে অগ্রনী ভুমিকা নিল মুর্শিদাবাদ জেলার  বেলডাঙা থানার নওপুকুরিয়া জে.জে. হাই স্কুলের জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা ।মঙ্গলবার বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে  কর্মশালার পাশাপাশি, শিক্ষার্থীদের পরিবার বর্গ তামাকজাত দ্রব্যের ব্যবহার করে কিনা তা জানার জন্য ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সার্ভে করে এনএসএস বিভাগ।
ছাত্র-ছাত্রীদের মধ্যে শপথ বাক্য পাঠ করানো হয়-তামাক জাতীয় দ্রব্য সেবন করবে না এবং বাড়ির অভিভাবক-অভিভাবিকাদের  তামাকজাত দ্রব্য থেকে বিরত রাখার সব রকম চেষ্টা চালাবে ছাত্রছাত্রীরা ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মৃগাঙ্ক মৌলি  বিশ্বাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা,শিক্ষা কর্মীবৃন্দ এই মহৎ কাজে অংশগ্রহণ করেন।এই প্রসঙ্গে জাতীয় সেবা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী অমিত কুমার মন্ডল  বলেন"ছাত্র-ছাত্রীদের মাধ্যমে বাড়ি বাড়ি যদি আমরা তামাকজাত দ্রব্যের  কুফল গুলির বার্তা পৌঁছে দিতে পারি তাহলে বিষয়টি আর বেশি করে সফলতা পাব বলে আমরা মনে করি"।