Latest News

6/recent/ticker-posts

Ad Code

আদিবাসী গ্রামে আলো দেখাচ্ছে জীবনদীপ পাঠশালা


দীপ রায়, ২৩ আগস্টঃ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে।প্রাইমারি স্কুলের বারান্দায় ছোট ছোট বাচ্চারা একজনকে ঘিরে জটলা করে আছে।কাছে যেতেই একটু ইতস্তত বোধ করলো মেয়েটি।কৌতুহল বসত জিজ্ঞেস করলাম কেমন করে এমন আঁকতে শিখলে?কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন একজন আদিবাসী ভদ্রমহিলা।জানা গেল এই আদিবাসী অধ্যুষিত গ্রামে ছোট ছোট শিশুদের নিয়ে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা রাই ফাউন্ডেশন।
শহরের জনকোলাহল থেকে ৮ কিঃমিঃ দূরে নদীয়া জেলার কোতোয়ালি থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের আদিবাসী গ্রাম মানিকতলা।গ্রামের অধিকাংশই পুরুষেরা সুরাপানে আসক্ত,কাজকর্মে তেমন উৎসাহ নেই।সংসার চলে মূলত মহিলাদের রোজগারে। ছোট্ট ছোট্ট শিশুদের খাবারে ও টান পরে যখন কিনা বিদ্যালয়ের মিড ডে মিল বন্ধ থাকে। ছোট শিশুদের প্রকৃত শিক্ষায় শিক্ষার আলো পৌঁছে দিতে সংস্থাটি তৈরি করেছে জীবন দীপ পাঠশালা। ছবি আঁকা,আবৃত্তি ,নাচ, গান সঙ্গে ক্যারাটে শেখার ব্যবস্থা ও রয়েছে ।অভিনব পদ্ধতিতে চলে শিক্ষাদান-কখনো বন্ধুর মতো মিশে, কখনো আবার চোর-পুলিশ খেলার মাধ্যমে।রবিবারে আলাদা ক্লাস হলেও প্রতিদিন চলে শ্রমদান পর্ব।সুস্থ সমাজ গঠনে, পিছিয়ে পড়া মানুষের জন্য সংস্থাটির ভূমিকা চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code