Latest News

6/recent/ticker-posts

Ad Code

মিড ডে মিলে 'নুন রুটি',যোগীর রাজ্যে


সংবাদএকলব্য,২৩অগাস্ট:উওরপ্রদেশের মিজাপুরের সিউর প্রাইমারী স্কুলের মিড ডে মিলে শুধু নুন রুটি খাওয়ানো হলো পড়ুয়াদের। স্কুল পরিদর্শক স্কুলে গিয়ে  পড়ুয়াদের শুধু নুন রুটি খেতে দেখে চক্ষু চরক গাছ।
১৯আগস্ট চুঁচুড়ার বাণীমন্দির  বালিকা বিদ্যালয় পরিদর্শনে যান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।সেখানে গিয়ে পড়ুয়াদের পাতে নুন ভাত খেতে দেখে ক্ষুব্ধ হন এবং রাজ্যের তৃণমূল সরকারকে এক হাত নেন।শাসক শ্রেণির মদতেই যে এসব দূর্নীতি হচ্ছে তাও তিনি অভিযোগ করেন।তার পর জেলা শাসকের সঙ্গে দেখা করে বিষয়টি জানান।
দুই রাজ্যের এই চিএ দেখে সাধারণ মানুষ হতবাক।দেশের কারিগর যে পড়ুয়ারা তাদেরকেও কী শাসকের শোষনের হাত থেকে রেহাই দেবেনা?
শাসকের রঙের পরিবর্তন হয়,শোষণ কাঠামো এখন থাকে।কবে এইসব নির্লজ্জ শাসকের হাত থেকে পড়ুয়ারা রক্ষা পাবে সেটাই এখন প্রশ্নের ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code