দীপ রায়, নদীয়া, ১৫ আগস্টঃ নাবালিকের বিয়ে আটকালো কন্যাশ্রী ক্লাব নবম শ্রেণীর ছাত্রী ঋতুপর্ণা খাতুন বিদ্যালয়ে অনুপস্থিত ।বিদ্যালয়ের একজন শিক্ষিকা ছাত্রীটির অনুপস্থিতির কারণ কি? জানতে সোজা হাজির হন ছাত্রীর বাড়িতে।জানতে পারেন ছাত্রীর বাবা জয়নাল আবেদীন তার  নাবালক মেয়ের বিয়ে ঠিক করেছেন আগামী ১৮ই আগস্ট ।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকার । খবর যায় বিদ্যালয়ে গঠিত কন্যাশ্রী ক্লাবের কাছে ।প্রধান শিক্ষক শ্রী নিখিল কুমার হালদারের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সঙ্গে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা হাজির হন ঋতুপর্ণা খাতুনের বাবা জয়নাল আবেদীনের অনন্তপুরের বাড়িতে ।কন্যাশ্রী ক্লাবের সদস্য এবং শিক্ষক-শিক্ষিকারা তাকে বোঝাতে সমর্থ হন ।নাবালক মেয়ে বিয়ে দেওয়া যে অপরাধ তা তিনি স্বীকার করেন সঙ্গে মেয়েকে নিয়মিত  বিদ্যালয় পাঠাবেন এ বিষয়ে অঙ্গীকার করেন ।এ প্রসঙ্গে ঋতুপর্ণা কাঁদতে কাঁদতে বলে ওঠে "আমি পড়তে চাই অনেক বড় হতে চাই "।