সংবাদ একলব্য, গোসানিমারি, ১৫ আগস্টঃ আজকে গোসানিমারি ১ নং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আল্লার বাজারে উদযাপিত হল স্বাধীনতা দিবস। পতাকা উত্তলন করে বিশাল মিছিল সহ পথ পরিক্রমা করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসানিমারি স্থানীয় নেতৃত্ব মিঠুন চক্রবর্তী, জিয়ারুল হক (লাল ভাই), মনিরুল হক, সোমনাথ চক্রবর্তী, আয়ুব মিঞা, মালেকুল মিয়াঁ সহ অন্যান্য নেতৃবর্গ।
ভিডিওতে দেখুন আজকের  শোভাযাত্রা -